কাঁচা চা-পাতা নষ্টের অভিযোগে থানায় বাগান কর্তৃপক্ষের জিডি
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ধর্মঘটের মধ্যেই শ্রীমঙ্গলের চারটি চা বাগানের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা-পাতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা-পাতা নষ্ট হচ্ছে। ধর্মঘটের কারণে রাজঘাট চা বাগানের এক লাখ ৪৮ হাজার ৭৩৫ কেজি, ডিনস্টন চা কারখানার ৯৯ হাজার ২৫০ কেজি, বালিশিরা চা কারখানার ৫০ হাজার ২০৭ কেজি, আমরাইল চা কারখানার পাঁচ হাজার ৬৮৩ কেজি কাঁচা চা-পাতা নষ্ট হয়ে গেছে।
আরও উল্লেখ করা হয়, শ্রমিকেরা ধর্মঘট ডেকে কাজ বন্ধ রাখায় উত্তোলিত চা–পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। তাই, এ কাঁচা পাতাগুলো কারখানায় থেকে নষ্ট হচ্ছে এবং এতে তাঁদের কোটি টাকার ক্ষতি হচ্ছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির আজ শুক্রবার বলেন, ‘শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগান, ডিনস্টন চা বাগান, আমরাইল ছড়া চা–বাগান ও বালিশিরা চা–বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা বাদী হয়ে আলাদাভাবে জিডি করেছেন। বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।’