হবিগঞ্জের ২৪ চা বাগানের অধিকাংশ শ্রমিক কাজে যোগ দেয়নি
হবিগঞ্জের ২৪টি চা বাগানের অধিকাংশ শ্রমিক কাজে যোগ দেয়নি। সাধারণ শ্রমিকদের দাবি, তারা ৩০০ টাকা মজুরি না পেলে কাজে যোগ দেবে না। তারা ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির জন্য আন্দোলন শুরু করে। তা বাস্তবায়ন করেই তারা কাজে যোগদান করবে। এদিকে শ্রীবাড়ি, রশিদপুরসহ কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
এ ব্যাপারে চা শ্রমিক ইউনিয়নের নারী কল্যাণ সমিতির সভাপতি খায়রুন আক্তার ও চান্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন সাঁওতাল বলেন, আমরা রাতের সিদ্ধান্ত মানছি না।
জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতোমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে একটি পক্ষ আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন।