গ্যাস সংকটে ইউরোপবাসীর নাভিশ্বাস, পুড়িয়ে ফেলছে রাশিয়া
গ্যাস সংকটের কারণে বাড়তি বিলের চাপে ইউরোপবাসীর অবস্থা কাহিল। অন্যদিকে ফিনল্যান্ড সীমান্তবর্তী এলাকার পোর্তোভায়া গ্যাস কেন্দ্রের দৈনিক প্রায় এক কোটি মার্কিন ডলারের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। এক গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
বিশেষজ্ঞেরা বলছেন, যে কেন্দ্রের গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে, আগে তা জার্মানিতে রপ্তানি করত রাশিয়া। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বিবিসিকে বলেছেন, ‘অন্যত্র বেঁচতে না পেরে এ গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান ‘রিস্ট্যাড এনার্জি’র তথ্য মতে, রাশিয়া তাদের পোর্তোভায়া কেন্দ্রের প্রায় ৪৩ লাখ ৪০ হাজার ঘনমিটার গ্যাস পুড়িয়ে ফেলছে। বিপুল পরিমাণ গ্যাস পোড়ানোর ফলে আকাশে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, তাতে পৃথিবীর উত্তরমেরুর হিমবাহ আরও বেশি গলতে ভূমিকা রাখতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
গ্যাস পোড়ানোর ঘটনাটি প্রথম চোখে পড়ে রাশিয়া সীমান্তের কাছে ফিনল্যান্ডের লোকজনের। এবার গ্রীষ্মেই তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমে বড় আগুনের শিখা দেখতে পায়। সেখানে একটি নতুন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্লান্ট রয়েছে।
ইউরোপে গ্যাস সরবরাহ করার সবচেয়ে বড় পাইপলাইন নর্ডস্ট্রিম-১-এর কাছাকাছিই প্ল্যান্টটির অবস্থান। যদিও প্রক্রিয়াগত কারণে প্লান্টে গ্যাস পোড়ানো স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিশেষজ্ঞেরা বলছেন, এ প্লান্টে অতিরিক্ত পোড়ানো হচ্ছে।
জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে কারিগরি সমস্যার কথা বলে নর্ডস্ট্রিম-১ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ রেখেছে রাশিয়া। জার্মানি অবশ্য এই রপ্তানি বন্ধের সিদ্ধান্তকে পুরোপুরি রাজনৈতিক হিসেবে আখ্যায়িত করেছে। ইউক্রেন আগ্রাসনপরবর্তী পরিস্থিতিতেই রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ জার্মানির।