পুলিশকে না জানিয়ে শারীরিক সম্পর্কে নিষেধাজ্ঞা !
এক মার্কিন নাগরিকের শারীরিক সম্পর্ক স্থাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্যের পুলিশ। এমন কোনো সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা আগে বিষয়টি পুলিশকে অবহিত করতে ওই ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ার পুলিশের ভাষ্যমতে, ওই মার্কিন নাগরিকের মাধমে যৌন নিপীড়নের ঘটনা ঘটার ঝুঁকি থাকায় তিনি জননিরাপত্তার জন্য হুমকি। তবে ওই মার্কিনির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওই মার্কিনির ইন্টারনেট ব্যবহারেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একই সঙ্গে মোবাইলে তাঁর কথোপকথন ও বার্তা আদান-প্রদানের ওপর পুলিশ কড়া নজর রাখছে।
জানা গেছে, যৌন নিপীড়নের ঝুঁকির বিষয়টি যুক্তরাজ্যের কোনো আদালত যে কোনো সন্দেহভাজনের ওপর আরোপ করতে পারেন। এ ক্ষেত্রে পূর্বে এমন কোনো অভিযোগ হয়েছে কি না তা বিবেচ্য নয়। আর পূর্ণ যৌন নিপীড়নের ঝুঁকির নিষেধাজ্ঞার আদেশ দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এই আদেশ অমান্য করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে।
যুক্তরাজ্যের নারীদের সুরক্ষায় নিয়োজিত সংগঠন ‘এন্ড ভায়োলেন্স এগেইনস্ট ওমেন’-এর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ গ্রিন বলেন, ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় যৌন নিপীড়নের ঝুঁকি আইন প্রয়োজন হয়ে উঠেছে।