কুষ্টিয়া চিনিকলের শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অধীন কুষ্টিয়া চিনিকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধের দাতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে চিনিকলের ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া চিনিকলের দুইশতাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনার প্রায় ১৫ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবন যাবন করছেন। আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের সব পাওনা টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
ধারাবাহিক লোকসানে গত ২০২০ সালের ২ ডিসেম্বর সরকারের সিদ্ধান্তে মিলটির আখ মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়।