জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান সরবরাহ লাইন বিচ্ছিন্ন
ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুতের প্রধান সরবরাহ লাইনের সর্বশেষ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। অবরুদ্ধ পারমাণবিক কেন্দ্রের কাছে এনেরহোদর শহরে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান বলেছেন, ‘ইউক্রেনীয় গোলায় জাপোরিঝিয়া প্লান্টটি আবারও আঘাতপ্রাপ্ত হয়েছে।’ খবর আল জাজিরা ও বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, দক্ষিণ ইউক্রেনে পাল্টা আক্রমণ একটি ‘পদ্ধতিগত অপারেশন’। তিনি বলেছেন—রাশিয়ান বাহিনী এবং দেশটির রসদ কমিয়ে আনাই এর লক্ষ্য।
এদিকে, বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুতের প্রধান সরবরাহ লাইনের সর্বশেষ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে ইউক্রেনের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য এখন একটি রিজার্ভ লাইনের ওপর নির্ভর করতে হচ্ছে।