কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের কর্মীসহ নিহত ৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রুশ দূতাবাসের দুই কর্মকর্তাসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দূতাবাসের প্রবেশপথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
রুশ ও তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘কাবুলের কূটনৈতিক মিশনের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে রুশ দূতাবাসের দুই কর্মকর্তাসহ চার আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।’
বিবিসি জানায়, ২০২১ সালের আগস্টে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর এটিই প্রথম কোনো বিদেশি মিশনে হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের প্রবেশপথে অজ্ঞাত জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এই বিস্ফোরণের ঘটনা ঘটায়।