নরসিংদীতে অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার
নরসিংদীর সদর উপজেলা থেকে অস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার দুপুর ২টায় উপজেলার চিনিশপুরের একটি স্যানেটারি সামগ্রী নির্মাণ কারখানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রানা (১৮) উপজেলার তরোয়া মহল্লার বাসিন্দা।
সদর থানার উপপরিদর্শক (এসআই) রূপন কুমার সরকার জানান, রানা একটি অস্ত্র বিক্রি করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে চিনিশপুরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে চায়নার তৈরি একটি ৭ দশমিক ৬৫ পিস্তল উদ্ধার করা হয়।
রানার বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে। এখন তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চিনিশপুর এলাকায় সাম্প্রতিক সময়ে সংগঠিত ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে রানা জড়িত বলেও দাবি করেন এসআই।