একসঙ্গে ৪ সন্তানের জন্ম
লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে চার সন্তানের জন্ম হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মা কাজল ও তাঁর চার নবজাতক সুস্থ আছেন।
কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। কাজলের স্বামী জাকির হোসেন বিদেশে থাকেন। ওই দম্পতির একটি কন্যা সন্তান আছে যার বয়স আট।
মাতৃছায়া প্রাইভেট হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী বলেন, ‘বিকেলে প্রসব ব্যথা শুরু হলে কাজল আক্তারকে হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বজনরা। স্বাভাবিকভাবে প্রসব সম্ভব না হওয়ায় হাসপাতালের চিকিৎসক শামিমা নাসরিন অস্ত্রোপচার করেন। ওই অস্ত্রোপচারে চার নবজাতকের জন্ম হয়। অস্ত্রোপচারে শামিমাকে সহযোগিতা করেছেন আরো দুই চিকিৎসক ইয়াসমিন ও সোহেল আরমান।
চিকিৎসক শামিমা নাসরিন বলেন, ‘মা ও চার নবজাতক সুস্থ আছে। তবে মা কাজলকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’
এদিকে এক সঙ্গে চার সন্তান প্রসব করায় কাজলের স্বজনরা বেশ আনন্দিত। তাঁরা একে সৌভাগ্য বলে মনে করছেন।