যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের নিয়োগ দেবে প্রাণ
প্রাণ-আরএফএল গ্রুপ আমেরিকা যুক্তরাষ্ট্রে সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। পদগুলোতে আবেদন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।
আবেদনের যোগ্যতা
এসএসসি, ডিপ্লোমা বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের কম্পিউটার, ইন্টারনেট ও ইংরেজি যোগাযোগে দক্ষতা থাকতে হবে। শুধু যুক্তরাষ্ট্রে অবস্থান ও কাজের বৈধ কাগজধারীরা আবেদন করতে পারবেন।
বেতন ও কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের যুক্তরাষ্ট্রের মান অনুযায়ী বেতন ও কমিশন সুবিধা প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদের উত্তর ক্যালিফোর্নিয়া, ডেলাস, নিউজার্সি, ফ্লোরিডা ও আটলান্টায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও ছবিসহ আবেদন করতে পারবেন [email protected] ইমেইল ঠিকানার মাধ্যমে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে প্রাণ কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : চাকরি ডটকম