রামনাথের বাড়ি উদ্ধারে সাইকেল শোভাযাত্রার ঘোষণা
ভূপর্যটক, ভ্রমণকাহিনী লেখক এবং ১৯৩৬ ও ১৯৩৭ সালে সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করা ব্যক্তিত্ব রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবি উঠেছে। এই দাবিতে তাঁর ভ্রমণ-ইতিহাস প্রজন্মের মধ্যে তুলে ধরতে লাখো সাইক্লিস্টের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ গঠনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ রোববার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে সারা দেশের সাইক্লিস্টদের নিয়ে তারা হবিগঞ্জ শহরের টাউন হল থেকে সাইকেল চালিয়ে বানিয়াচংয়ের বিদ্যাভূষণপাড়ায় রামনাথের বাড়ি পর্যন্ত যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ’ কমিটির যুগ্ম আহ্বায়ক নাট্যকার রুমা মোদক বলেন, ‘১৯৪৭ সালে দেশভাগের সময় রামনাথ কলকাতায় বসবাস শুরু করেন। ১৯৫৫ সালে সেখানেই তিনি মারা যান। এরপর থেকে আব্দুল ওয়াহেদ মিয়া নামে এক ব্যক্তি রামনাথের বাড়িটি দখল করে রেখেছেন।’
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘আব্দুল ওয়াহেদ একজন আলবদর পরিবারের সদস্য। তিনি এক সময় জামায়াত-বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু, বাড়িটি দখলে রাখতে তিনি আওয়ামী লীগের যোগদান করেন এবং রীতিমতো ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বনে যান।’
রুমা মোদক বলেন, ‘আমরা চাই রামনাথের বাড়িটি দখলমুক্ত করে সেখানে একটি বিশেষায়িত পাঠাগার ও সাইকেল মিউজিয়াম গড়ে তোলা হোক। তাই আগামী ২৭ সেপ্টেম্বর পর্যটন দিবসে একটি বাইসাইকেল শোভাযাত্রা কর্মসূচি পালন করব।’
রুমা মোদক আরও বলেন, ‘হবিগঞ্জ শহরের টাউন হল থেকে বাইসাইকেল শোভাযাত্রা বানিয়াচংয়ে রামনাথের বাড়ি পর্যন্ত যাবে। এ ছাড়া বানিয়াচং শহীদ মিনারে সাংবাদিক দেবব্রত চৌধুরী বিষ্ণু প্রতীকী অনশন পালন করবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক ভূপর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক কবি শাহেদ কায়েস, ভূপর্যটক রামনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টিপু চৌধুরী প্রমুখ।