লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে দুই লাখ টাকা অনুদান
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম মনিরুজ্জামানের চিকিৎসার জন্য দুই লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ এক লাখ টাকা ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ব্যক্তিগতভাবে এম মনিরুজ্জামানকে এক লাখ টাকা প্রদান করেন। গতকাল সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে তাঁরা এ বীর মুক্তিযোদ্ধার হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতারা এবং পৌর মেয়র জানতে পেরে চিকিৎসার জন্য তাঁকে দুই লাখ টাকার অনুদান প্রদান করেন।