শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিজয়া দশমীতে (৫ অক্টোবর) এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শারদ প্রাতে’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিম তটিনী। নাটকে তাঁর সঙ্গী এফ এস নাঈম। সামাজিক পাতায় হালে হু হু করে বাড়ছে তটিনীর অনুগামী। সেখান থেকে দেখুন তটিনীর দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : ইনস্টাগ্রাম থেকে