ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে এখনও বন্ধ একটি ইউনিট
জাতীয় গ্রিডে বিদ্যুৎবিপর্যয়ের কারণে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের একটি চালু করার পর আবার তা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি চালু করতে কাজ চলছে। তবে, কত সময়ে ঠিক হবে, তা জানা যায়নি।
ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রের ২৩০ মেগাওয়ার্ড ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট ও ১৮০ মেগাওয়ার্ড ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট দুটিতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল। বেলা ২টার দিকে হঠাৎ করে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। তবে ৪ নম্বর ইউনিটটি তখনও চালু থাকে। সেটিও ৩০ মিনিট পর বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক ঘণ্টা পর ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ৫ নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।
জহিরুল আরও জানান, গ্রিড ফল্টের কারণে ৫ নম্বর ইউনিটটিতে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি চালু করতে কাজ চলছে বলেও তিনি জানান।