লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
লক্ষ্মীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩০টি স্টল নিয়ে এ ডিজিটাল মেলা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে। সদর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবনের সামনে ডিজিটাল মেলায় গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে ডিজিটাল মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী।
পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ ও রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে বাংলাদেশ উন্নত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করায় শিক্ষার মান উন্নত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে।