মুন্সীগঞ্জে ৪ জেলেকে জরিমানা
মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভাগ্যকুল এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভাগ্যকুল মাদ্রাসা এলাকার সাদ্দাম হোসেন, জাভেদ, আব্দুল করিম ও লৌহজং উপজেলার যশোলদিয়া এলাকার হারুন সরদার নামে চার জেলেকে আটক করা হয়েছে।’
সমীর আরও বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরতে নদীতে নামার অপরাধে সবাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক জাহিদ হাসান, ভাগ্যকুল ইউপি সচিব হামিদুল হক, ইউপি সদস্য মাশারফ হাসান প্রমুখ।