জার্মানির সবচেয়ে বড় মসজিদে প্রথমবারের মতো আজান প্রচার
কোলন শহরে অবস্থিত জার্মানির সবচেয়ে বড় মসজিদে প্রথমবারের মতো ‘লাউডস্পিকারে’ জুমার নামাজের আজান প্রচারিত হয়েছে৷ গত শুক্রবার কোলন কেন্দ্রীয় মসজিদটিতে লাউড স্পিকারে এই আজান প্রচারিত হয়৷
২০১৮ সালে প্রতিষ্ঠিত মসজিদটি পরিচালনা করে জার্মানিতে তুরস্ক সরকারের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ (ডিআইটিআইবি)৷ গত বছর জুমার নামাজের আজান প্রচারের অনুমতি দেয় জার্মানির শহর কর্তৃপক্ষ৷ সংস্থাটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আতাসোয় সেখানে আজান প্রচার শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেন৷ তার মতে, মানুষকে প্রার্থনার জন্য আহ্বান প্রচারিত হওয়ার মধ্য দিয়ে মুসলমানরা যে নিজেদের বাড়িতেই আছেন, এমনটা প্রকাশ পেয়েছে৷
এদিকে, কোলন শহরের মেয়র হেনরিট্টে রেকার বলেন, ‘লাউডস্পিকারে আজান দেওয়ার অনুমতি দিয়ে শহরের মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে৷’
পশ্চিম জার্মানির কোলন শহরে প্রায় এক লাখ মুসলমান বাস করেন৷ দেশটির বিভিন্ন শহরের মসজিদে লাউডস্পিকারে আজান প্রচারের অনুমতি রয়েছে৷ তবে, কোলন কর্তৃপক্ষ এই মসজিদটিকে গত বছর প্রথম পরীক্ষামূলকভাবে আজান প্রচারের অনুমতি দেয়৷
নির্দেশনা অনুযায়ী, আগামী দুই বছর প্রতি শুক্রবার দুপুর দুটা থেকে বিকেল তিনটার মধ্যে পাঁচ মিনিটের জন্য লাউড স্পিকারে আজান প্রচার করা যাবে৷ তবে, শব্দসীমা হবে সর্বোচ্চ ৬০ ডেসিবেল৷ এমন প্রেক্ষিতে গত শুক্রবার কোলন কেন্দ্রীয় মসজিদটিতে লাউড স্পিকারে আজান প্রচারিত হয়৷
২০১৮ সালে এক বিতর্কিত সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান মসজিদটি উদ্বোধন করেন৷ সমালোচকদের দাবি, ডিআইটিআইবির মাধ্যমে জার্মানিতে বসবাসরত তুর্কি জনগোষ্ঠীর ওপর গোয়েন্দাবৃত্তি করছে ইস্তাম্বুল৷