মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সেমাবার সকাল সোয়া ৯টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা ২টায়।
নির্বাচনে সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে সাতজন প্রার্থীসহ মোট ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এ ছাড়াও ছয় নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মশিউর রহমান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
জেলার ৬৭টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় দুটি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৯৫৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৭৩৩ ও মহিলা ২২৩ জন।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকতা মো. আলমগীর হোসেন বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়ন করা হয়। অপরদিকে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মনিটরিং করছে।