নাচ দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে বেশ পটু মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নজরকাড়া নাচে দক্ষ এ অভিনেত্রীকে সবাই চেনে ‘দিলবার গার্ল’ হিসেবে। অবশ্য পরে আরও গানে তুফান ছুটিয়েছেন। এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি। সম্প্রতি ঢাকায় আসার গুঞ্জনে শিরোনাম হয়েছেন। আসুন, দেখে নিই ফ্যাশনপ্রেমী নোরার কয়েক ঝলক। ছবি : ইনস্টাগ্রাম থেকে