মির্জাপুরে দুই শিশু হত্যার ঘটনায় মামলা হয়নি
টাঙ্গাইলের মির্জাপুরে জবাই করে দুই শিশু হত্যার ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধামরাই থেকে অপহৃত দুই শিশু ইমরান ও শাকিলের জবাই করা লাশ মির্জাপুর উপজেলার কামারপাড়া ময়ূরভাঙ্গা এলাকায় একটি লেবুবাগান থেকে উদ্ধার করে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, রাতে লাশ দুটি উদ্ধার করে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পরিবারের লোকজন মামলার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্যে ইমরান ও শাকিলের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতরা হলো ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার দুপুরে দুই শিশু মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান দেখতে আসে। সেখান থেকে তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মুঠোফোনে অপহরণকারী পরিচয়ে দুজনের পরিবারের সদস্যের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পুলিশ জানায়।