গহীন অরণ্যে বিপুল পরিমাণ ‘যুদ্ধের সরঞ্জাম’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের গহীন অরণ্য থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাব সদর দপ্তর ও র্যাব ৫ আজ সোমবার ভোর থেকে বিকেল পর্যন্ত সেখানে অভিযান চালায়। অভিযান আংশিক সমাপ্ত হয়েছে।
বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের মিডিয়া উংইয়ের কর্মকর্তা মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, চলমান এই অভিযানে ৪৩ হাজার বিভিন্ন ধরনের গুলি, দুটি ভারী মেশিনগান, দুটি স্লাইপার রাইফেল, একটি এ কে ৫৬ রাইফেল, বিমান বিধ্বংসী রাইফেলের অংশসহ বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া স্যাটেলাইট টেলিফোনসহ টেলিকমিউনিকেশনের আধুনিক যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এদিকে অভিযান চলমান থাকায় ব্রিফিংয়ের পরও আরো প্রায় ৫০০ পিস্তলের গুলি উদ্ধারের খবর জানা গেছে।
বুরুঙ্গা কালাপানি গ্রামের গহীন অরণ্য থেকে উদ্ধার করা এসব অস্ত্র আসলে কাদের কিংবা কী কাজে ব্যবহার করা হবে এমন প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ খান জানান, তদন্তের আগে কিছু বলা যাবে না।