শেরপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব
শেরপুরের গারোপাহাড়ে উদযাপিত হলো গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’। আজ রোববার দিনব্যাপী এ উৎসব পালন করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোপাহাড়ে বসবাসরত গারো সম্প্রদায়।
‘ওয়ানাগালা’ মূলত দেবতার প্রতি ফসল উৎসর্গের উৎসব। শস্য দেবতা, যাকে গারো সম্প্রদাযের মানুষেরা ‘মিসি সালজং’ নামে জানে, সেই দেবতার প্রতি তাদের ফসল উৎসর্গের উৎসবকেই ওয়ানাগালা বলা হয়। খ্রিস্টান ধর্ম গ্রহণের পরও গারো সম্প্রদায় তাদের এই প্রাচীন সংস্কৃতিকে ধরে রেখেছে।
আজ সকালে ঝিনাইগাতীর মরিয়মনগর খ্রিস্টান ধর্মপল্লীতে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এখানে চালের গুঁড়ার তিলক পরানো হয় সবার কপালে। তিলক পরানো শেষে শুরু হয় সকালের প্রার্থনা। এরপর নানা অনুষ্ঠানে মাধ্যমে আনন্দে মেতে উঠে গারো সম্প্রদায়ের মানুষ। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, বাড়িতে বেড়াতে যাওয়া, উপহার প্রদান—এভাবেই চলে সারা দিন। এদিকে মরিয়মনগর গির্জার মাঠে আয়োজন করা হয় মেলার। নানা পণ্যের পসরা বসে মেলায়। প্রচুর মানুষ মেলায় আসে পছন্দের জিনিস কেনাকাটা করতে।