কুমিল্লায়ও সমাবেশমঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য খালি চেয়ার
দেশের অন্যান্য গণসমাবেশের মতো কুমিল্লায়ও বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য চেয়ার খালি রাখা হয়েছে। এটি বিএনপির ৮ম গণসমাবেশ। ইতোপূর্বে সকল সমাবেশমঞ্চে দুটি চেয়ার খালি রাখা হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন নেতাকর্মীরা। গত তিন দিন ধরেই সমাবেশস্থলে আসতে থাকেন তাঁরা। গতকাল শুক্রবার সমাবেশস্থল লোকারণ্যে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে দলে দলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। গণসমাবেশস্থল টিউন হল মাঠ কানায় কানায় পূর্ণ। মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে কুমিল্লার আশপাশের জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ পরিচালনা করছেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্য সচিব মো. জসিম উদ্দিন।
গত বৃহস্পতিবার থেকে বিচ্ছিন্নভাবে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করলেও শুক্রবার সকাল থেকেই জনতার স্রোত নামে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লার সবকটি উপজেলা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি। গত ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, এরপর ১২ নভেম্বর ফরিদপুর ও সবশেষ ১৯ নভেম্বর সিলেটে গণসমাবেশ করে দলটি।