চাঁদপুরে শেষ হলো ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা। আজ শনিবার দুপুরে মাওলানা মোহাম্মদ উল্লাহ হেদায়েদী বক্তব্য শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় সারা বিশ্বের মানুষের কল্যাণে দোয়া কামনা করা হয়।
গত বৃহস্পতিবার বাদ ফজর চাঁদপুর শহরের পুরাণবাজার স্টার আলকায়দ জুট মিল মাঠে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এতে আয়োজকরা ওই মাঠে লাখো লোকের সমাগমের জন্য সব ধরনের আয়োজন করেন। এতে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় সেখানে পানি ও বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করেন।
তাবলিগ জামাতের জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ বলেন, ‘বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করেন।’
ইজতেমায় ভারত, ইন্দোনেশিয়, শ্রীলঙ্কা, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানসহ জেলার প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন।