লক্ষ্মীপুরে হত্যাসহ ৭ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে দুই হত্যাসহ সাত মামলার আসামি যুবলীগ নেতা আলাউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, আলাউদ্দিন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নূর হোসেন শামীম ও মোরশেদ আলম হত্যাসহ সাতটি মামলার পলাতক আসামি। আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে বশিকপুর, দত্তপাড়াসহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মো. আবুল বাশার জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটিতে গ্রেপ্তারি পরোয়ারা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।