মডেলিংয়ে দীর্ঘ ক্যারিয়ার সামিরা খান মাহির। ২০১৪ সালে এক প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে নাটকে বেশ দেখা মিলছে তাঁর। অন্তর্জালেও বেশ জনপ্রিয় মাহি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ১২ লাখ। টিকটকেও তুমুল জনপ্রিয় এ ডিভা। ইনস্টাগ্রাম থেকে মাহির কয়েক ঝলক দেখে নেওয়া যাক। ছবি : ইনস্টাগ্রাম থেকে