দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দারুণ একটি বছর পার করেছেন। তাঁর ‘পরাণ’ ১৫০ দিনের বেশি চলছে সিনেমা হলে; ‘দামাল’ সিনেমাও হয়েছে আলোচিত। তাই তো বছরের শেষ সময়টা অবকাশ পালন করছেন অভিনেত্রী। অন্তর্জালে দেখা গেল সমুদ্র তীরের উষ্ণ এক মিমকে। চলুন দেখে নেওয়া যাক সেই ঝলক। ছবি : ফেসবুক থেকে