আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সিমেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন ইয়ামিন হক ববি। এটাই এই অভিনেত্রীর সবশেষ খবর। জানিয়েছেন, ‘বারুদ’ সিনেমার শুট শুরু করবেন দ্রুতই; একটি ওয়েব সিরিজ আর যৌথ প্রযোজনার দুটি সিনেমায় আছেন চুক্তিবদ্ধ। কাজের বাইরে অন্তর্জালেও বেশ রাঙা ববি। চলুন দেখে নেওয়া যাক সেই ঝলক। ছবি : ফেসবুক থেকে