নির্বাচনকেন্দ্রে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে মিডিয়া : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর পরস্পরের আস্থার বিষয়টি তাদের নেতৃত্বের দায়িত্ব। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাও তাদের দায়িত্বের মধ্যে পরে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন শুধু সহায়তা করতে পারে। নির্বাচনকে স্বচ্ছ করার লক্ষ্যে গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে মিডিয়া।
আজ সোমবার রাতে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের পূর্ব প্রস্তুতি দেখতে দুদিনের জন্য এসে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএমে ভোট রিগিং করার সুযোগ নেই। রংপুর নগরীর ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে এবারই প্রথম কোনো নির্বাচন বাতিল করে—দায়ী সংশ্লিষ্টদের শাস্তির আওতায় এনেছে কমিশন।’
সিইসি বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে দলীয় সম্পৃক্ততা আছে কি—না তা সম্পূর্ণভাবে বাছাই করা সম্ভব হয় না। তবে, নির্বাচনের দায়িত্বে কেউ পক্ষপাতিত্ব বা অবহেলা করলে ছাড় পাবেন না।’
রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে সিটি নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবিষয়ক সভা করবেন সিইসি।