তেলেগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’তে অভিনয় করেছিলেন ঢাকার মেঘলা মুক্তা। এবার বাংলাদেশের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হচ্ছে তাঁর। ২৩ ডিসেম্বর মেঘলা মুক্তা অভিনীত ‘পায়ের ছাপ’ মুক্তি পেতে যাচ্ছে একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে। দেখে দেওয়া যাক নবগাত এই নায়িকার এক ঝলক। ছবি: মনজু আলম