রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাক-ইজিবাইক-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নেংটিছেঁড়া সেতুর কাছে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লাহ (৪৫)। তারা ঘটনাস্থলেই মারা যান। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাককে ওভারটেক করার সময় ইজিবাইকটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এএসপি জাহিদুল ইসলাম।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত চারজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।