ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে ১৮ বছর বয়সি এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত জৈন উদ্দিন উপজেলার বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে। গত শনিবার (ডিসেম্বর ৩১) এই ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, জৈন আরো তিন জন নিয়ে সীমান্ত এলাকায় উটমা সীমান্তের ১২৫৭ নম্বর মেইন পিলারে কিছু খড়ি সংগ্রহ করতে যায়। একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই জৈন নিহত হয়।
খাসিয়া জনগণ উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের একটি জাতিগত গোষ্ঠী। সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে তাদের উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। ভারতীয়রা সম্প্রতি সীমান্ত পেরিয়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে পাহারা দল গঠন করেছে।
পুলিশ জৈনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।