র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটু সময় লাগতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠকে র্যাবের ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড লু বলেছেন, এটা তাদের দেশে একটা জটিল প্রক্রিয়া। নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটু সময় লাগতে পারে। তবে তোমরা যে প্রক্রিয়ায় অ্যাডভান্স হচ্ছ, আমার মনে হয় এটা ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যাবে। এমন একটা ইঙ্গিত দিয়েছেন।’
আজ রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মধ্যাহ্নভোজনের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। পরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কবে নাগাদ নিষেধাজ্ঞা উঠতে পারে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টাইম ফ্রেম দেয়নি। তবে প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। আমরা মনে হয়, আমরা সঠিক পথে আছি। তারা বলেছে, তোমরা যে পথে এগোচ্ছ সেটাই সত্যিকারের পথ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে বিএনপিকে সমাবেশের ব্যবস্থা করে দিয়েছি। এজন্য যুক্তরাষ্ট্র খুশি। যুক্তরাষ্ট্র বলেছে, সবার রাজনীতি করার অধিকার আছে। আমরা বলেছি, আমরা সেটা মানি। সেজন্য বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বর্তমান কর্মকাণ্ডে খুশি। আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে কাজ করছে, এটা নিয়ে তারা সন্তুষ্ট। যুক্তরাষ্ট্র বলেছে, অনেক অগ্রগতি হয়েছে। এ অগ্রগতি যেন সবসময় থাকে।