ময়মনসিংহে পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ
ময়মনসিংহে পুলিশ প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শিকারিকান্দা এলাকায় বিট পুলিশিং সমাবেশে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সমাজে শান্তির জন্য মাদকসহ স্থানীয় সমস্যা নিজেরাই সমাধান করতে হবে।’
এ সময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গ্রাম পুলিশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিআইজি। যারা কম্বল পেয়েছেন তাদের মধ্যে ১০০ জন গ্রাম পুলিশ বাকিরা স্থানীয় হতদরিদ্র মানুষ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ, ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।