চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে জেলে নিহত, নিখোঁজ ২
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক জেলে নিহত এবং দুজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
নিহত জেলে হলেন সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মো. জয়নালের ছেলে আ. জলিল। নিখোঁজ দুই জেলে হলেন—একই এলাকার আ. মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ হোসেন ও নূরুজ্জামান শেখের ছেলে মুক্তার শেখ। এই ঘটনায় গফুর বেপারীর ছেলে ফারুক বেপারীকে জীবিত উদ্ধার করা হয়।
চাঁদপুর হরিণা নৌফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘রোববার রাত ৯টার দিকে ঘনকুয়াশার কারণে না দেখতে পেয়ে নৌকার ওপরে লঞ্চ তুলে দেয়। এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় এক জেলের মরদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে আজ সোমবার সকাল থেকে অভিযান চালানো হচ্ছে।’