মডেলিং দিয়ে শুরু। পরে টিভি নাটকে অভিষেক। বিনোদন জগতে তাসনিয়া ফারিণের হাঁটাচলা খুব বেশি দিনের নয়। ২০১৭ সালে মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’। অনুত ঘোষের পরিচালনায় ৩ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাবে সিনেমাটি। আজ ফারিণের জন্মদিন, এমন দিনে দেখে নেওয়া যাক তাঁর এক ঝলক। ছবি : ফেসবুক থেকে নেওয়া