ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা
ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুরের একটি আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সংক্ষুব্ধ এক ব্যক্তি।
আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বাদী হয়ে এ মামলা করেন।
ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়। বিচারক ফারজানা আক্তার মামলাটি গ্রহণ করলেও এ ব্যাপারে কোনো আদেশ দেননি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না গণমাধ্যমকর্মীদের জানান, ওয়ান-ইলেভেন ও তার পরবর্তী সময়ে সম্পাদক মাহফুজ আনাম ডেইলি স্টার পত্রিকায় শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য যাচাই-বাচাই না করে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ এ ব্যাপারে তাঁর ভুল স্বীকার করেন।
এর পরিপ্রেক্ষিতেই সংক্ষুব্ধ ব্যক্তি ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন বলে জানান ওই আইনজীবী।