সাভারের হেমায়েতপুরে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
সাভারের হেমায়েতপুরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু করা হয়েছে। এতে এই শিল্প এলাকার গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবা আরো ভালোভাবে পৌঁছে দেওয়া যাবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ফেব্রুয়ারি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন হেমায়েতপুরের হাজি আশরাফ শপিং কমপ্লেক্সে শাখাটি উদ্বোধন করেন।
ব্র্যাক ব্যাংকের এই শাখার উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিংয়ের প্রধান আবেদুর রহমান সিকদার, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংক শাখা উদ্বোধনের ব্যাপারে সেলিম আর এফ হোসেন বলেন, ‘বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় আরো বেশি মানুষের কাছে সেবা পৌঁছানোর জন্য ও নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’
হেমায়েতপুরের তেঁতুলঝোড়ার হাজি আশরাফ শপিং কমপ্লেক্সে ব্র্যাক ব্যাংকের এই নতুন শাখা অবস্থিত।
হেমায়েতপুরে নতুন এ শাখা উদ্বোধনের ফলে ব্র্যাক ব্যাংকের শাখা, এসএমই/কৃষি শাখা ও এসএমই সার্ভিস সেন্টারের মোট সংখ্যা দাঁড়াল ১৬৮টি।