নুসরাত জাহান ভারতীয় বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা। তিনি ১৯৯০ সালে উত্তর প্রদেশে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ২০১১ সালে ‘শুত্রু’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু হয়। সম্প্রতি তিনি রাজনীতিতে জড়িয়েছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরাত। ছবিঃ নুসরাত জাহানের ভেরিফাইড ফেসবুক থেকে নেওয়া