নতুন ব্যাংক প্রতিষ্ঠায় ১৭ বছরের নিষেধাজ্ঞা তুলল ফিলিপাইন
ফিলিপাইনে নতুন ব্যাংক প্রতিষ্ঠায় ১৭ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে দেশটির অনেক কারবারি বা আর্থিক প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংকে রূপ নিতে পারবে।
ব্লুমবার্গে এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংকো সেন্ট্রাল এনজি ফিলিপানস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকের লাইসেন্স প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কারবারি প্রতিষ্ঠানগুলোকে বহুমুখী বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হতে হলে ২০১৭ সালের মধ্যে আবেদন জমা দিতে হবে। ২০১৮ সালের জানুয়ারিতে নতুন ব্যাংক প্রতিষ্ঠায় আর কোনো বাধা থাকবে না।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আমান্দো তেতাংকো বলেন, ফিলিপাইনের ব্যাংকিং খাতের বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীদের এ সুবিধা দেওয়া হয়েছে। আগামী দুই বছরে দেশটির আর্থিক খাতের আগ্রহী প্রতিষ্ঠানগুলো ব্যাংক হিসেবে তাদের গুছিয়ে নিতে পারবে।
এর আগে ২০১৪ সালে জাপানের সুমিটোমো মিটসুই ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন ও সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিস ব্যাংক লিমিটেডকে তাদের শাখা খুলতে শিথিলতা দেখায় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। এর পর থেকে দেশটির সিকিউরিটি ব্যাংক করপোরেশন গত মাসে তাদের ২০ শতাংশ মালিকানা জাপানের মিতশুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশনের কাছে ৭৭ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি করে।
ফিলিপাইনের বড় বড় কারবারি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ ও একত্রীকরণে উৎসাহিত করতে ১৯৯৯ সালে নতুন ব্যাংক প্রতিষ্ঠার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।