সোনামসজিদ দিয়ে পাথর আমদানি আবার শুরু
টানা পাঁচদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি আবারও শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাবিরুল ইসলাম খোকন জানান, গতকাল বুধবার ভারতের মোহদীপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনের আমদানিকারক ও রপ্তানিকারকদের যৌথ সভায় পাথর আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়।
দফায় দফায় দাম বৃদ্ধিসহ বালি ও মাটি মেশানো পাথর সরবরাহের প্রতিবাদে গত শনিবার থেকে আমদানি বন্ধ ঘোষণা করে সোনামসজিদ স্থলবন্দর আমদানিকারক গ্রুপ।
এ পরিস্থিতিতে আমদানিকারক ও রপ্তানিকারকদের সমঝোতা বৈঠকে ভারতীয় রপ্তানিকারকরা পাথরের মান ঠিক রাখার প্রতিশ্রুতি দেন। এর ফলে আজ সকাল ১০টা থেকে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে।