চট্টগ্রামে দেড় লাখের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
চট্টগ্রামে কার্গো বহনকারী গাড়ি থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। একইসঙ্গে একটি রিভলভার ও ৪০ রাউন্ড গুলিসহ কার্গো গাড়িটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার চরপাড়া এলাকার মোহাম্মদ ফরিদ মিয়া (২৬) ও চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সোনাপাহাড় এলাকার নূর হোসেন সবুজ (২৭)।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘গত এক সপ্তাহ আগে খবর আসে—কক্সবাজার থেকে কার্গো ট্রাকে করে ইয়াবার বৃহৎ চালান ও অস্ত্র আসবে চট্টগ্রামে। সেই সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে কার্গোট্রাকটিকে লোহাগাড়া উপজেলার সুন্নতি ফরেস্ট রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা, একটি রিভলভার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইয়াবার সর্ববৃহৎ চালানটি আটক করি। এ ঘটনায় লোহাগাড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এরপর আটকদের আদালতের সোপর্দ করা হয়েছে।’
এ সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান উপস্থিত ছিলেন।