আলিয়া আদভানি বা কিয়ারা আদভানি ভারতীয় অভিনেত্রী । কিয়ারা ২০১৪ সালে ফুগলি চলচ্চিত্রের মাধ্যামে আত্মপ্রকাশ করেন। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমা লাস্ট স্টোরিজে তার অভিনয়ের প্রশংসা পেয়েছে। তিনি বলিউডে এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, কবির সিং, গুড নিউজ,শেরশাহ ছবির মাধ্যমে সুনাম অর্জন করেছেন। ছবি : কিয়ারা আদভানির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে।