জালিয়াতি ধরা পড়ল, গ্রাহকরা পাবেন অর্থ
কার্ড জালিয়াতির ঘটনায় ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অর্থ ফেরত পাবেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কীভাবে জালিয়াতি করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পুরোনো কার্ড বাতিল করে নতুন কার্ড ইস্যু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের যেসব ক্রেডিট/ডেবিট কার্ডের ডাটা জালিয়াতি হয়েছে তার তালিকা তৈরি করে গ্রাহকদের অবহিতকরণ, ওই সব কার্ড বাতিল এবং এর পরিবর্তে সম্পূর্ণ নতুন কার্ড ইস্যুর নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত সংঘটিত ঘটনাগুলোর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যাংকের দায় চিহ্নিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল ব্যাংক এবং চিহ্নিত এটিএম বুথগুল পরিদর্শন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যেভাবে জালিয়াতি হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ছয়টি এটিএম বুথে জালিয়াতির ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওই বুথগুলোতে ‘স্কিমিং ডিভাইস’এবং ভিডিও ক্যামেরা স্থাপনের মাধ্যমে স্থাপনের সময়ে এসব বুথে ব্যবহৃত কার্ডের তথ্য ও পিন সংগ্রহ করে ‘ডুপ্লিকেট’ কার্ড তৈরি করে জালিয়াতি করা হয়েছে।
ব্যাংকগুলোকে ‘অ্যান্টি স্কিমিং ডিভাইস’ স্থাপন, নিয়মিত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ এবং এটিএম বুথে কোনোভাবেই যেন কেউ নতুন যন্ত্র স্থাপন বা মেরামত করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।