বরগুনায় মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বরগুনায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে দণ্ডবিধি ১২৩(ক), ১২৪(ক) ৫০০ ও ৫০১ ধারায় ক্ষতিপূরণ চেয়ে ৫০ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক যুগান্তরের বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মজিবুল হক কিসলু বাদী হয়ে রোববার দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। পরে মামলাটি আমলে নিয়ে ২২ ফেব্রুয়ারি এর শুনানির দিন ধার্য করেছেন ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. বেলাল হোসেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৬ সালের সেনাসমর্থিত সরকারের সময় ডিজিএফআই প্রেরিত বেশ কিছু তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এতে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ক্ষুণ্ণ হয়।
সাধারণত রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। কিন্তু এ মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি। মামলাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে সাক্ষী করা হয়েছে।