নারীকর্মীদের সংগঠন ‘তারা’ চালু করল ব্র্যাক ব্যাংক
নারীকর্মীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন, পেশাগত দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুবিধার্থে ‘তারা’ নামে একটি সংগঠন চালু করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংককে আরো নারীবান্ধব করতে এই ফোরাম গঠন করা হয়েছে। এই ফোরামের সদস্য এক হাজার ১৫০ জন। এটি দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের সবচেয়ে বড় নেটওয়ার্ক।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কনভেনশন কেন্দ্রে গতকাল রোববার এ ফোরামের উদ্বোধন করেন।
তারা-এর হেল্পলাইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের নারীকর্মী তাঁদের বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে সহায়তা পাবেন।
এই ফোরামের একটি ওয়েবসাইট চালু করা হবে। এর মাধ্যমে অভিজ্ঞরা উচ্চতর শিক্ষা, পেশা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে নারীদের পরামর্শ দেবেন।