বিএনপিতে ফিরব না, আ. লীগও করব না : জিয়াউল
সাবেক প্রতিমন্ত্রী ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক জিয়া বলেছেন, বিএনপিতে আর ফিরব না, তবে আওয়ামী লীগের রাজনীতিও করব না। তখনো জনগণের সাথে ছিলাম, আগামীতেও জনগণের সাথে থাকব।
আজ সোমবার বিকেলে রামগঞ্জ শহরের নিজ বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জিয়াউল হক এসব কথা বলেন।
জিয়াউল হক বলেন, ‘জনগণ চাইলে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করব। টাকার বিনিময়ে নাজিম উদ্দিনের মতো মানুষকে এমপি ও নেতা বানানোর কারণে দেশব্যাপী বিএনপির এ বেহাল দশা। এ কারণে বিএনপি আজ শেষ হওয়ার পথে রয়েছে।’
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে জিয়াউল হক জিয়া রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অবতরণ করেন। পরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরে মহড়া দেন জিয়াউল হক জিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা হানিফ পাটওয়ারী, বিএনপি নেতা আবদুস সাত্তার লাতু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন প্রমুখ।