টেস্ট সিরিজ হারের প্রতিশোধ ওয়ানডেতে নিল অস্ট্রেলিয়া
চলতি বছরের শেষ দিকেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে টিম ইন্ডিয়া। তবে বিশ্বকাপের আগেই ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে সামর্থ্যের প্রমাণ দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আজ বুধবার (২২ মার্চ) ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ২১ রানের জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪৮ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলো স্টিভ স্মিথের দল।
অস্ট্রেলিয়ার দেয়া ২৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দশম ওভারে দলগত ৬৫ রানে শেন অ্যাবটের বলে ১৭ বলে ৩০ রান করে আউট হন রোহিত। শুভমান ৪৯ বলে ৩৭ রান করে আউট হলে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।
কোহলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখলেও, দলকে জেতাতে পারেননি কোহলি। আউট হয়েছেন ৭২ বলে ৫৪ রান করে। এছাড়াও হার্দিক পান্ডিয়া ৪০ এবং লোকেশ রাহুল ৩২ রান করলেও শেষ রক্ষা হয়নি ভারতের । অ্যাডাম জাম্পা ৪৫ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন। ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ভারত তুলেছে ২৪৮ রান।
এর আগে টসে জিটে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শের ৪৭ বলে ৪৭ এবং অ্যালেক্স ক্যারির ৪৬ বলে ৩৮ রানের সুবাদে অজিরা ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে তুলেছিল ২৬৯ রান। ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদ্বীপ যাদব।
সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৫ উইকেটে, দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতে নিয়েছিল ১০ উইকেটে। ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে কদিন আগেই ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের প্রতিশোধই যেন নিলো অসিরা।