নরসিংদীতে গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার
নরসিংদী সদর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর গ্রামে ইব্রাহিম মিয়ার বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম মিয়ার ছেলে আব্দুস সাত্তার মিয়া (২৭) ও তাঁর মা সামিনা বেগম (৫০)।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, মূলত ইব্রাহিম মিয়া (৫৭) ও তাঁর গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।