প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসানে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসানে পড়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক পয়সা। তবে এর আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৫ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ২৬ পয়সা। ওই বছরের জুন শেষে এর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়ায় ১২ টাকা ২৭ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি। ওই হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় এক টাকা ৬৪ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২০ টাকা ২২ পয়সা। এ ছাড়া কর-পরবর্তী নিট মুনাফা ছিল পাঁচ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা।
ডিএসইতে গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১১ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ২১ টাকা ৮০ পয়সা।
২০১৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট পাঁচ কোটি ২১ লাখ ৫২ হাজার ৫০০ শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩২ দশমিক ২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৯ দশমিক ৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৪২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭ দশমিক ৭৯ শতাংশ শেয়ার।